কুমিল্লার মুরাদনগরে ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী মফিজুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ৭বছর পর হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী মফিজুল ইসলাম (৩৮) উপজেলার পাহাড়পুর গ্রামের ফজলু ওরফে কাচি মিয়ার ছেলে।
জানা যায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ২০১৩সালের নভেম্বর মাসে এক অটোরিক্সা চালককে হত্যা করে তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ার মামলা (মামলা নং ৩২২/১৩) এজাহারভূক্ত আসামী ম্ফিজুল ইসলাম ৭বছর যাবত পুলিশের ধরা ছোয়ার বাহিরে থাকলেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মুরাদনগর থানা পুলিশের হাতে ধরাপড়ে সে।
পুলিশ সুত্র জানায় ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী পাহাড়পুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই মো: হানিফের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।