সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন খোষঘর গ্রাম থেকে ৩কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বাঙ্গরাবাজার থানাধীন খোষঘর এলাকা থেকে বাঙ্গরাবাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ এর বিশেষ অভিযানে খোষঘর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে সুরুজ মিয়া (৫৫) কে ৩ কেজি গাজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানার মামলা নং- ০৫ তারিখ- ১১/০১/২০২১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) ধারায় মামলা রুজু করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।