আলম সামস্, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর গ্রামে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১ টায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ২ জন সদস্য আটক করেছে গ্রামবাসী। জানা যায় বাঙ্গরা বাজারের ব্যাবসায়ী মনিরকে উদ্যেশ্য করে তার বাড়িতে যাওয়ার রাস্তায় ডাকাত দল উৎ পেতে ছিল। ডাকাত দলের উদ্দ্যেশ ছিলো, ব্যবসায়ী মনিরকে মেরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া।
ডাকাত দলের উপস্থিতি টেরপেয়ে গ্রামের লোকজন তাদের ধাওয়া করে, পরে ফারুক ও শুক্কুর নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় গ্রামবাসী।
আটককৃত ফারুক বাঙ্গরাবাজার থানাধীন কোরেরপার গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে, এবং ডাকাত দলের সদস্য শুক্কুর যোগেরখিল গ্রামের জাকির হোসেন এর ছেলে। আটককৃত ডকাত দলের ২ সদস্যকে রাতেই বাঙ্গরাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসী।
ডাকাত দলের সদস্য ফারু্ক জানায়, তার সহযোগী আরো দুইজন, ডাকাত দলের বাকি দুজন সদস্য এখনো পলাতক।
ডাকাত দলের পলাতক দুই সদস্যরা হলেন, বাঙ্গরাবাজার থানাধীন দৌলতপুর গ্রামের লতিফ মাষ্টারের ছেলে বুলবুল ও হোমনা থানার মাইজচড় সুবারাপুরের আবুল হাসেমের ছেলে ইব্রাহিম, ইব্রাহিম যোগেরখিল গ্রামের জামাই।
স্থানীয়রা জানান, এই চক্রটি প্রতি নিয়তই এলাকায় চুরি ডাকাতি করে আসছে। এলাকার মানুষ এই ডাকাত দলের কারনে রাতে ঘুমাতে পারছিলো না।
শনিবারে (২৯ আগস্ট) অনুমানিক দুপুর ১ঃ২০ মিনিটে বাঙ্গরা বাজার থানা পুলিশ ডাকাত দলের দুই সদস্যদেরকে আদালতে প্রেরণ করেন।