বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
৬ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধি মোঃ সানিকে (২০) খুঁজছেন তার পরিবার।
গত সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭ ঘটিকার সময় রামচন্দ্রপুর আমিন নগর মোড়, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়ের কোয়াটার থেকে নিখোঁজ হয় সানি।
মোঃ সানি বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমেদ ভূঁইয়ার ছেলে। মোঃ সানির গায়ের রঙ ফর্সা, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমণ্ডল লম্বা আকৃতির, হারিয়ে যাওয়ার সময় তার পরনে টাউজার ও টি-শার্ট ছিলো, তার গলায় একটি দোকানের নাম্বার সহ নেমপ্লেট আছে।
তার বাবা কবির আহমেদ ভূঁইয়া জানায়, আমার ছেলে বাকপ্রতিবন্ধি, সে গত ১৬ তারিখ আমাদের বর্তমান বাসস্থান থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে আমি সহ আমার পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। এ ব্যাপারে আমি বাঙ্গরা বাজার থানা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি।
তিনি বলেন, যদি কেউ আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার নাম্বারে (০১৭৭২৫৬৫৯৭৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।