‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় যুবলীগের সহ-সভাপতি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, ইসমাইল মিয়া ওরফে উজ্জল (৪০) শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও সাহেবনগর গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ইসমাইল মিয়া ওরফে উজ্জল শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাহ-সভাপতি। তাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।