নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা:
দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ এক দশক পর শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।
এ সময় বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাসিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ শাহপরান রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মো জহির সিদ্দিকী, শহীদ ব্যাপারী,আনিছ খান,শেখ আবু কাউসার, মোঃ নাঈম, তাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি আবুল হোসেন বলেন মুরাদনগরের হৃদয়ের স্পন্দন কায়কোবাদ দাদার হাতকে শক্তিশালী করতে মুরাদনগর যুবদলের সবসময়ই ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, ওয়ার্ড পর্যায়ের কর্মী সম্মেলনে এতো মানুষের উপস্থিত আগে দেখি নাই এতেই প্রমাণ করে মুরাদনগরের মাটি কায়কোবাদ দাদার ঘাটি।