আলম সামস, বাংগরাবাজার থানা প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার বাঙ্গরাবাজার থানার আওয়ামী যুবলীগ আহবায়ক নাঈম খান এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন যুবলীগ।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী চরম ঝুঁকিতে রয়েছে। প্রকৃতিতে বৃক্ষই একমাত্র প্রজাতি যারা ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে, বাঁচার প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে এবং বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষা করে আসছে।
বৃক্ষ নিধন আর নয়, দেশকে কর বৃক্ষময়” এই শ্লোগানে বৃক্ষ রোপন কর্মসূচী অনু্ষ্ঠানের আয়োজন করেছে বাঙ্গরাববাজার থানার আওয়ামী যুবলীগ। বাঙ্গরাবাজার থানার ১০ ইউনিয়নে স্কুল মাদ্রাসা ও কলেজে এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাবেক মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। আওয়ামী যুবলীগ বাঙ্গরাবাজার থানা আহবায়ক, মোঃ নাঈম খান। মোঃ সামিউর জামান শওকত সাবেক সাধারন সম্পাদক আওয়ামীলীগ ৬নং পুর্ব বাঙ্গরা ইউনিয়ন। মোঃ কাইউম সরকার বাঙ্গরাবাজার থানার কৃষকলীগের যুগ্ন আহবায়ক। আনিসুর রহমান তানিম আহবায়ক আওয়ামী যুবলীগের ২২ নং টনকি ইনিয়ন। বাবলু আলী খান আহবায়ক আওয়ামী যুবলীগ সদর ইউনিয়ন ৬নং পুর্ব বাঙ্গরা, যুগ্ন আহবায়ক শেখ রফিক, আলম সামস্, আনোয়ার পারভেজ, সাত্তার রেজা, আরো উপস্তিত ছিলেন নূরুল ইসলাম মাষ্টার ও জমসেদ মমিন সহ আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।