দেবীদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বোম ডিসপোজাল টিম। রবিবার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল বাজার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে বিহারমন্ডল বাজারে হঠাৎ দুইটি বিস্ফোরণের শব্দে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিহারমন্ডল বাজারের পশ্চিম পাশের ডা. সত্য রঞ্জন দেবের ফার্মেসীর সামনে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দেবিদ্বারের সার্কেলের এএসপি মোঃ আমিরুল ইসলাম ও দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার সহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেই। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন। তবে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
সোমবার সকালে পুলিশ ও সিআইডির আরো একটি তদন্ত দল পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় এখনও মামলা হয়নি।
বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরিতে ব্যবহার করা হয়।