ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৬ লিটার মদসহ মোঃ ফরিদ মিয়া (৫৭) নামের এক মাদক পাঁচারকারিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফরিদ মিয়া উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর (ইব্রাহিম মেম্বারের বাড়ির) মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ জানায়, উপজেলার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর দিয়ে শুক্রবার বিকেলে ১৬ লিটার চোলাই মদ নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে দেবিদ্বার থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।