নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ এই পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।
দু’টি পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ নেয়া হবে।