- ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটিতে কুমিল্লা জেলার জাহিদুল হক কে নির্বাহী সদস্য পদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে সংগঠের পেডে লিখিত ও সাক্ষরিত অনুমোদন দেন “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃশফিকুল ইসলাম বাবু।
জাহিদুল হক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সালে আহম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য পদে থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
তার কার্যক্রমের উপর ভিত্তি করে তাকে কেন্দ্রীয় কমিটিতে পদন্নোতি দিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।