প্রদীপ দেব, নিজস্ব প্রতিবেদকঃ
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ডিসেম্বর২০২০ইং তারিখ ভোর রাতে কুমিল্লা জেলারচৌদ্দগ্রাম থানাধীন বাতিসাএলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ঢাকা হতে চট্টগ্রামগামী একটিপিকআপেকরে গাঁজা পরিবহনকালে দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময়ে উক্ত পিকআপ তল্লাশিকরে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মথুরাপুর (মিস্ত্রীবাড়ি) গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩০) এবং পটুয়াখালী জেলার বাউফল থানাধীন অলিপুরা গ্রামের মোঃ হান্নান মৃধার ছেলে মোঃ ফজলে রাব্বী (২২)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতমাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারাদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশেরবিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।