বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরায় আন্তঃজেলার ডাকাত দলের ২ সদস্য কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গত শনিবার (১৯ নভেম্বর) রাতে বাঙ্গরা বাজার থানার এস আই শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা, মুরাদনগর, নবীনগর, দেবিদ্বার, বি-পাড়া ও কসবাসহ আশ-পাশের বিভিন্ন থানা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাঙ্গরা বাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুমিল্লার শহরের কান্দিরপাড় ও শাসনগাছা এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চান্দিনা উপজেলার কোরবানপুর গ্রামের মৃত রেনা মিয়ার ছেলে কাউছার মিয়া (২৫) ও বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামের আবদুল বারেকের ছেলে জীবন মিয়া (৪২)। তারা সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত, চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে পুলিম জানায়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো: রিয়াজুল ইসলাম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধৃত ডাকাতদের সোমবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।