- কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় এক লাখ টাকা মূল্যমানের জাল নোট ২০ হাজার টাকায় বিক্রি করছে একটি চক্র।
জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর এলাকায় শনিবার এমন একটি চক্রের কাছ থেকে ২ লাখ ৪৫ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ। ওই সময় চক্রটির এক সদস্যকে আটক করা হয়েছে।
আটক আকরাম লক্ষ্মীপুরের কমলপুর উপজেলার চর ফলকন গ্রামের বসিন্দা।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন রোববার বলেন, ‘ঢাকার একটি চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়। তাদের ছাপা এত নিখুঁত যে, সাধারণ মানুষের তা বোঝার উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘বরুড়া থানার এসআই আলী মর্তুজা শনিবার জানতে পারেন, থানার লক্ষ্মীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে অবৈধ জাল নোট ব্যবসায়ী অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।’
তিনি জানান, আটক ব্যক্তির হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগে ৫০০ টাকা মূল্যমানের ৪৯০টি জাল নোট উদ্ধার করা হয়, যা ২ লাখ ৪৫ হাজার টাকার সমান।
আসামি আকরাম জিজ্ঞাসাবাদে জানান, তিনি তিন বছর ধরে ফারুক ও সিরাজ গাজীর কাছ থেকে জাল নোট সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছেন।
অপর দুই আসামি ফারুক ও সিরাজকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।