ডেস্ক রিপোর্টঃ
জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৯১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ৫১১ জন আক্রান্ত হয়েছে।
দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের জানান – ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ৪ জন, বুড়িচং উপজেলার ৫ জন, সদর দক্ষিন উপজেলার ৫ জন, তিতাস উপজেলার ৯ জন, নাঙ্গলকোট উপজেলার ৯ জন, হোমনা উপজেলার ৩ জন, লাকসাম উপজেলার ৯ জন, দাউদকান্দি উপজেলার ৬ জন, মুরাদনগর উপজেলার ৪ জন, চান্দিনা উপজেলার ৬ জন, দেবিদ্বার উপজেলার ১২ জন, ব্রাহ্মণপাড়া উপজেলার ১ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১৮ জন।
উপজেলা আক্রান্তের সংখ্যা – দেবিদ্বারে ২৩৬ জন, মুরাদনগর ১৮৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৫১১ জন, লাকসাম ১৬১ জন, চান্দিনা ১৫৬ জন, তিতাসে ৫৩ জন, দাউদকান্দি ৮৭ জন, বরুড়া ৬০ জন, বুড়িচং ১২৭ জন, মনোহরগঞ্জ ৪৭ জন, ব্রাহ্মণপাড়া ৪৯ জন, নাঙ্গলকোট ১০১ জন, হোমনা ৪৫ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৫৬ জন, লালমাই ১৬ জন, চৌদ্দগ্রাম ১৭৯ জন, আদর্শ সদর ৯২ জন, মেঘনা ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ২২১৭ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ০০১ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৪৮৩ জনের। এর মধ্যে ২১২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ৬২ জন এবং সুস্থ হয়েছে ৬৫১ জন।