কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহাওয়ার্দী ভূইঁয়া রাফির রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাদে যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করেন সহপাঠীরা।
এসময় নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, সহকারী অধ্যাপক আজমাইন মুনতাসিম মীর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান সিদ্দিকী, বিভিন্ন শিক্ষার্থীরাসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২ জুন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নৃবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী সোহাওয়ার্দী ভূইঁয়া রাফি মৃত্যুবরণ করেন।