রকিবুল হাসান, কুবি প্রতিনিধি :
বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব। বুধবার (২৮ এপ্রিল) রোটারি ক্লাব অব কুমিল্লা’র সহযোগিতায় ২২নং দূূর্গাপুরে দাওয়াতুল ইমান মাদ্রাসা ও এতিমখানায় এ সহযোগিতা সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
জানা যায়, এলাকার কয়েকজন লোকের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছিল এ মাদ্রাসাটি। করোনায় তাদের নিজেদের আর্থিক সংকট তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবক মিলে আবার প্রতিষ্ঠানটি চালুর সিদ্ধান্ত নিলে তাদের সহযোগিতায় এগিয়ে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব।
সংগঠনটির সভাপতি রোটার্যাক্টর আমিনুল ইসলাম বলেন, ছোট শিক্ষার্থীগুলো সবসময় ভয়ে থাকে না জানি আবার সাহায্যের অভাবে কখন মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় তাদেরকে সামান্যতম সহযোগিতা করতে পেরে আমরা ধন্য।’
সমাজের বিত্তশালী লোকজন ও অন্যান্যদের এ প্রতিষ্ঠানটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন আমিনুল।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি রোটার্যাক্টর ফায়সাল আহামেদ, বর্তমান সাধারণ সম্পাদক রোটার্যাক্টর মো. আশরাফুল হক ও প্রকল্প চেয়ারম্যান রোটার্যাক্টর মো. মাসুম বিল্লাহ।