রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরির জন্য অনলাইন ভিত্তিক রিমোট এক্সেস পোর্টাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও কোর নলেজ লিমিটেড এর আয়োজনে এবং বই ক্রয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মাহেন্দ্রক্ষণ। আমাদের এই রিমোট এক্সেস এর মাধ্যমে নাকি পরীক্ষাও নেওয়া যাবে।
এই বিষয় টেকনিশিয়ানদের সাথে কথা বলে বিস্তারিত জানা যাবে। এই ই- রিসোর্স এর মতো বাস্তবতা আজ আমাদের সামনে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা যা কল্পনা করতাম না তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। তিনি আরো বলেন, “আমি আরো বলতে চাই আমাদের আলাদা কোনো স্বত্তা নেই। আমরা সবাই মিলে একটা পরিবার এবং সবাই মিলে একসাথে কাজ করি”।
জানা যায়, শিক্ষক-শিক্ষার্থীদের রিমোট এক্সেস সুবিধা প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরির ই-বুকস্, ই-জার্নাল ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
coulibrary.remotexs.co এই ওয়েব এড্রেসে গিয়ে শিক্ষক শিক্ষার্থীরা পোর্টালে এক্সেসের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে create account অপশনে গিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারেক ভুঁইয়া এবং কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কোর নলেজ লিমিটেডের সি ই ও মোবাসসির মোন্নাফ, কাস্টমার সাকসেস ম্যানেজার মাইনুর রশিদ।