রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন-২০২১-এ দিপক চন্দ্র মজুমদার সভাপতি ও মো: মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যদের মাঝে শাহিনুর রহমান সহ-সভাপতি, মোঃফখরুল ইসলাম সহ-সভাপতি, মো. আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসাইন কোষাধ্যক্ষ, মো: মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক, মো: আলমগীর হোসাইন দপ্তর ও আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পাদক, মো: শওকত প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: সোহাগ হোসেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও মো:আবুল বাশার, মোহাম্মদ খলিলুর রহমান এবং মো: বিল্লাল হোসেন মজুমদার কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ সমিতি নির্বাচন ২০২১-এর প্রধান নির্বাচন কমিশনার মো. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মো: আবুল কালাম, মো: মোশারফ হোসেন, মো: আলমগীর হোসেন ও ওমর ফারুক। নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।