রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের সামনে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ২০১৫/২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
করোনা মহামারির জন্য তাদের শেষবর্ষের চূড়ান্ত পরীক্ষা আটকে আছে প্রায় ৮ মাস।এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ মাস থেকে মহামারির জন্য শুধু আটকে রয়েছে পরীক্ষা অথচ সময় আটকে নেই। শিক্ষাবর্ষ অনুযায়ী তাদের পরীক্ষা ও ফলাফল শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালেই কিন্তু করোনা মহামারি ও সেশনজটের অভিশাপ যেন তাদের পিছু ছাড়ছে না।তারা আরোও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন সিদ্ধান্ত নেয় নি।
এসময় বাংলা বিভাগের ফয়সাল হাবিব বলেন, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।
একাউন্টিং বিভাগের বাহার উদ্দিন বলেন, আমাদের বাবা -দাদাদের কি টাকার খনি আছে যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। একারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করে।