রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ’র (এসএসআরসি) সহযোগিতায় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সামাজিক গবেষণা পদ্ধতির উপর সাত সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) দুপুর দেড় টায় অনলাইন প্লাটফর্ম জুমে এই সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। গত ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় সাত সপ্তাহে সর্বমোট ২৮ টি সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী সেশনে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ ‘সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ’র (এসএসআরসি) ডেপুটি সচিব কামরুজ্জামান।
সমাপনী সেশনের কোর্স পরিচালক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শামীমুল ইসলাম এবং সমন্বয়ক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক নবীন কর কুন্ডু।
সাত সপ্তাহব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষকরা সামাজিক গবেষণায় শিক্ষার্থীদের করণীয় এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।