রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবিতে) সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে ‘প্রাথমিক গবেষণা পদ্ধতি: নির্বাচিত মাত্রা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি শুরু হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম আকন্দ।
প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, বর্তমান সময়ে গবেষণা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। যা শিক্ষকদের গবেষণার প্রস্তাবনা ও গবেষণা পত্রে সহযোগিতা করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি উদ্যােগে বিভিন্ন অনুষদের শিক্ষকদের এই প্রশিক্ষণ দিয়ে আসছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস ও সামাজিক অনুষদের শিক্ষকবৃন্দ।