রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বুকে কালো ব্যাজ ধারণ করে র্যালি শুরু হয়। র্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। রাত ১২ টা ০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ট্রেজারার অধ্যাপক ড মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, বিভিন্ন অনুষদের ডিনসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, আজ অত্যন্ত পবিত্র একটি রাত। ইতিহাসে শুধু বাঙ্গালিরাই ভাষার জন্য প্রাণ দিয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হয়েছে, যা সারা পৃথিবীর জন্য যা আজ প্রযোজ্য। আমাদের আছে এক বিরাট গৌরববৃত্ত ইতিহাস। ইতিহাস আমাদের একটা ফ্ল্যাক দিয়েছে। সে ফ্ল্যাক কে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের ভাবতে হবে। শুধু ইতিহাসের কথা বললে হবে না।
তিনি আরো বলেন, “আমাদের হিংসা ভুলে গিয়ে ভালোবাসতে শিখতে হবে। পৃথিবীর সব বড় কাজ ভালোবাসার মাধ্যমে অর্জিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই ভবিষ্যতে পৌঁছাতে পারবে। হয়ত সেদিন আমি থাকবো না।”
এসময় ট্রেজারার বলেন,পাকিস্তানি শাসক আমাদের মাতৃভাষা কেড়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ভাষা সৈনিক ও জাতির জনকের নেতৃত্বে আমরা বাংলাকে মাতৃভাষা হিসাবে পেয়েছি। তাদের অবদান আমরা কখনো ভুলব না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও কুমিলা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, কুমিলা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।