বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
কুমিল্লা-৩ আসনে আ’লীগ, জাপা ও স্বতন্ত্রসহ মুরাদনগরে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল কুমিল্লা-০২ আসনে ১২ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লায় তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা কুমিল্লার ৭ আসনে প্রার্থী চূড়ান্ত করল তৃণমূল বিএনপি দাউদকান্দিতে ভূয়া দুই চিকিৎসককে জরিমানা কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনীত হলেন যারা জেলা কমান্ড্যাট-এর সাহসিকতায় ছিনতাইকারী গ্রেফতার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাইউস্টের ত্রয়োদশ শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুরাদনগরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু মুরাদনগরে গোমতী নদীর চরে এসিল্যান্ড’র অভিযান, লাখ টাকা জরিমানা মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত ইউসুফপুর আইডিয়েল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রার্থী নাজমুল হোসেন সরকার দাদীকে হত্যার পর জানাজা ও দাফনে অংশ নেয় খুনী সাগর কুমিল্লা মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত! সেবা প্রত্যাশীরা চরম দুর্ভোগে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে পদবী পরিবর্তন ও গ্রেড উন্নীত করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার ৩য় দিনের মত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়েছে।

বাংলাদেশের সকল কালেক্টরেটের কর্মচারীরা সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তনের দাবীতে কর্মবিরতি পালন করে আসছে।

এদিন কুমিল্লা কালেক্টরেটের কর্মচারীরা সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে মিছিল সহকারে কর্মসূচিতে যোগ দেন। মিছিলটি কালেক্টরেট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মো: আবু হানিফ, সিনিয়র সহসভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান, সহসভাপতি মো: আবু বক্কর ছিদ্দিক হেলাল, আবদুর রহিম, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান ভূইয়া, ছফিউল্লাহ মীর, জসিম উদ্দিন, হালিমা খাতুন, সহ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম মুন্সী, অর্থ সম্পাদক আমান উল্লাহ, সদস্য মাইনউদ্দিন, সাজ্জাদ হোসেন, আবদু হাকিমসহ প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর সকল কর্মচারীরা এ কর্মসূচি পালন করছে। এতে করে কালেক্টরেটে আশা সেবাপ্রত্যাশীদের সেবা গ্রহণে সমস্যার সম্মুখীণ হতে হচ্ছে।

কুমিল্লার ১৭টি উপজেলায়ও এ কর্মসূচি পালন করা হচ্ছে। বক্তারা বলেন একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই পদে নিয়োগ পেয়ে সচিবালয়ের কর্মচারীরা ননক্যাডার উপসচিব পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা সমপদে যোগদান করে ৩০/৩৫ বছর চাকুরী করে সর্ব্বোচ্চ উচ্চমান সহকারী হতে পারি। শূন্য পদ না থাকায় কেউ আবার একই পদে থেকে অবসরে যেতে হয় এবং কোন কোন কর্মচারী পদোন্নতি ব্যাতীত মৃত্যুবরণ করেন। এ ধরণের বৈষম্য দুর করে অভিন্ন নিয়োগবিধি করার জন্য দাবী করেন বক্তারা। ২০ বছর যাবত জানিয়ে আসা তাদের যৌক্তিক দাবী মেনে নেওযার জন্য অনুরোধ জানান।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১৫-৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। এর মধ্যে দাবী পূরণ না হলে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর আন্দোলনে কর্মসূচি দেয়া হবে বলে জানান।
উল্লেখ যে, বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীরা সচিবালয়ের ন্যায় তাদের পদ পদবি পরির্তন এবং পদোন্নতির জন্য দাবী জানিয়ে আসছিল।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com