সাজ্জাদ হোসেন শিমুল:
“মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা প্রতিরোধে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
রবিবার দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বাঙ্গরা বাজার থানা থেকে একটি র্যালি বের হয়। পরে বাঙ্গরা বাজার থানা থেকে মেটংগর বাজারে গিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও গুজবে কান না দিয়ে করোনা ভাইরাস থেকে রক্ষাপেতে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা হয়।
এসময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।