নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ড এর ৫৩ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হইয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। উদ্বোধন শেষে মন্ত্রী তাজুল তার বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান এর সভাপতিত্বে ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরিকল্পনা সম্মেলনে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহা্র, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।
দুই দিনব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এর বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভূক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩ টি প্রকল্প বাস্তবায়ন করছে।