সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রত্যাশী আলমগীর হোসেন মোল্লার উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সর্বসাধারণের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আয়েত আলী মোল্লা, সিদ্দিক ব্যাপারি,গদখালি ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সভাপতি রনি হোসেন, সাবেক ইউপি সদস্য, ফয়েজ আহমেদ, শাহিন হোসেন, যুবলীগ নেতা সোহেল রানা, সজিব হোসেন, রুবেল হোসেন, কবির হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।