কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু রশিদ নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান গাড়ির হেল্পার নিহত হয়েছে। এসময় কাভার্ড ভ্যান চালকও গুরুতর আহত হয়। এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত হেল্পার রামু কলঘর সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ নুুরুল আজিম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রামু রশিদনগর মামুন মিয়ার বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কক্সবাজারমুখী মালবাহী কাভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে।
রামু হাইওয়ে পুলিশের সাবইন্সপেক্টর মোহাম্মদ মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।