বিশেষ প্রতিবেদিকঃ
কক্সবাজারের ঈদগাঁও থেকে নাছিমা আকতার (৪০) নামে এক নারী ইয়াবা কারবারীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল (১৬ আগষ্ট) বিকেলে ৩টায় কক্সবাজার সদর থানার ঈদগাঁও দক্ষিণ দরগাপাড়া এলাকা থেকে এই নারী ইয়াবা কারবারীকে আটক করা হয়। আটক নারী একই এলাকার ছৈয়দ আহমদের মেয়ে।
জেলা ডিএনসি’র সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ পিছ ইয়াবাসহ নাছিমা আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ইয়াবা কারবারের সাথে জড়িত বলে স্বীকার করে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব চাঁন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আটক নারীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।