অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাই তো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে। তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। তারপর প্রতি ঈদেই থাকে তার একক সংগীত অনুষ্ঠান। এবারও তার গাওয়া গান নিয়ে ঈদের পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট দশটি গান। এ ঈদের গানের অনুষ্ঠান প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে।
প্রশ্ন: প্রতিবারের মতো এবারের ঈদেও থাকছে আপনার গানের অনুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। এই আয়োজনে কোন কোন গান পরিবেশন করবেন?
উত্তর: এবারের ঈদেও প্রচার হবে আমার একক গানের অনুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। অ্যালবামে দশটি নতুন গান রয়েছে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নাম মোহাম্মদ ও রাজেশ ঘোষ। এ অনুষ্ঠানে দর্শক শুনতে পাবেন উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন চাই শিরোনামের গান।
প্রশ্ন: এটিএন বাংলায় এবার ঈদে আর কি কি অনুষ্ঠান থাকছে?
উত্তর: এবারের ঈদে যথারীতি সব ধরনের অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ১০ দিনের ঈদ অনুষ্ঠানমালায় থাকছে দুটি ১০ পর্বের ধারাবাহিক নাটক। এছাড়াও রয়েছে একক নাটক, টেলিফিল্ম, ১০ পর্বের সেলিব্রেটি শো, একগুচ্ছ সংগীতানুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান এবং চলচ্চিত্র। এবারের ঈদেও যথারীতি দশ দিনে ২০টি চলচ্চিত্র প্রচার করা হবে। যার মধ্যে একটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার।
প্রশ্ন: আগামীতে নতুন অনুষ্ঠান করার পরিকল্পনা আছে কি?
উত্তর: এটিএন বাংলা ২৪ বছরে পদার্পণ করেছে। দর্শকদের জন্য নিত্যনতুন অনুষ্ঠান উপহার দিতে এটিএন বাংলা কখনো কার্পণ্য করে না। প্রতিনিয়তই আমি চ্যানেলে নতুন অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করি। আগামীতে ব্যতিক্রমী একটি রিয়েলিটি শো প্রচার করবে এটিএন বাংলা। এছাড়া অনলাইন রিয়েলিটি শো, লাইভ মিউজিক্যাল শো, সেলিব্রেটি শো এবং বেশকিছু প্রতিদিনের ধারাবাহিক নাটক আগামীতে প্রচার করা হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন