স্টাফ রিপোর্টারঃ
একদিনে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিননারীসহ আরও ৭ জন মারা গেছেন।
তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন। বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), কুমিল্লার মুরাদনগর উপজেলার হাযরত আলীর মেয়ে মারুফা (৩৮), কুমিল্লার বুড়িচং উপজেলার বাসত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার সেকিতালের ছেলে লালু মিয়া (৭০), কুমিল্লা শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার মেয়ে শাহিনা (৫১) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের মেয়ে আইনুম নাহার (৬০)।
উল্লেখ্য, এপর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।
অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৭৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২১৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।