- সাজ্জাদ হোসেন শিমুল:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মুরাদনগর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছে মোট ১৭জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেছে পরিষদের বর্তমান চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, তারেক আব্দুল্লাহ, গোলাম সারোয়ার হাসান চিনু, রাশেদ আলম হায়দার, আল-আমিন সরকার।
ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে হাবিবুর রহমান, সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আব্দুল্লাহ নজরুল, শাহিন, শেখ আকরাম।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে আফজালুন নেছা বাসিত, আসমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার, সানোয়ারা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহিদ হোসেন জানান, মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৭জন।