- দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলাধীন ইউসুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২২ অক্টোবর) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে দেবীদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য এবং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো হারুন সরকারের সুযোগ্য সন্তান নাজমুল হোসেন সরকার ৫নং ব্যালট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এই বিষয়ে জানা যায় ভোটার সংখ্যা ৩০৩ জন। অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী রবিবার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হবে।
ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোসাম্মৎ শিল্পী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
ইউসুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে নিয়ে মোঃ নাজমুল হোসেন সরকার বলেন অভিভাবক সদস্য নির্বাচিত হলে স্কুলের সার্বিক উন্নয়নের কাজ করবেন এবং গরিব ছাত্রছাত্রীদের জন্য বই খাতা কলম দিয়ে সহযোগিতা করবেন। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করবেন। ইউসুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ ভাবে কাজ করে যাবেন এই প্রত্যয় ব্যক্ত করেন।এবং ইউসুফপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় সকল ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করেন।