সূর্য কিরণে! ভোরের আলো ফুটে
বসন্তের বাতাসের কোমল হাওয়ায়,
বাংলার অপরুপ প্রকৃতি দূলে।
এই বাংলায় আমার জন্ম
এই বাংলা আমার প্রাণ।
এখানে মাঠ ভরা শস্য-শ্যামল
কৃষাণের মুখে হাসি ফুটায়।
দোয়েলের ডাকে বাংলার ফাঁকা খেতে
বিকেলের পরে সন্ধ্যা গনিয়ে আসে।
শেষ সারাদিনের পরে,
বাংলার প্রকৃতি থম থমে জ্বলে।
পাখিরা ফিরে যায় নিজেদের চরে,
বাংলার মানুষ ফিরে যায় যার যার ঘরে।
বাংলার এই অপরুপ প্রকৃতির তলে
আমি বেঁচে থাকতে চাই সারাটা জীবন ধরে।