আমাদের এই ছোট্র গ্রাম
নাম যে তার পাহাড়পুর,
এই গ্রামে আছে অনেক
কান্না হাসি সুর।
রাস্তা গুলো পরিপাটি
দালান কোঠায় ঠাসা।
আলোয় ভরা রাতে গ্রাম
দেখতে ভীষণ খাসা।
সবুজ শ্যামল ছায়ায় ঘেরা
আমাদের গ্রাম খানা।
এই গ্রামে আসলে পরে
অনেক কিছু যায় জানা।
রাজধানী শহর থেকে
অনেক খানি দূর
সে যে আমার সোনার গ্রাম
নাম যে পাহাড়পুর।