ডেস্ক রিপোর্টঃ
ভারত থেকে আমদানি শুরু হলেও একদিনে ব্যবধানে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম।
কারওয়ান বাজারে রবিবার সকালে পাবনার দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হয় ৩৫ থেকে ৩৬ টাকা কেজিতে যা একদিন আগেও ছিল ৩০ থেকে ৩২ টাকা। আর ফরিদপুরের দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, স্থল বন্দরগুলো দিয়ে আমদানি শুরু হলেও রাজধানীর কারওয়ানবাজারে এখনো ঢোকেনি ভারতীয় পেঁয়াজ। তাই এদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে আসবে বলেও জানান বিক্রেতারা।