অনলাইন ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে নামার আগে দুঃসংবাদ আতলেতিকো মাদ্রিদ শিবিরে। স্প্যানিশ ক্লাবটার দুই ফুটবলার করোনা পজিটিভ। তবে তাদের নাম জানায়নি আতলেতিকো।
দুই খেলোয়াড়কেই সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। অন্য ফুটবলারদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে তা শিগগিরই জানানো হবে। চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে লিসবনে যাওয়ার আগে উয়েফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়। ফলাফলে দু’জনের পজিটিভ পাওয়া যায়। এর ফলে অনুশীলন শিডিউল, লিসবনে থাকার জায়গা ও যাত্রাসহ বিভিন্ন কার্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে আতলেতিকো।
বৃহস্পতিবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল লড়াই। শুক্রবার রাতে আতলেতিকোর প্রতিপক্ষ লাইপজিগ।